ইউ এন লাইভ নিউজ: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ বহাল রাখল সুপ্রিম কোর্ট। বুধবার, বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে কেন্দ্রীয় সরকার সিবিআই-এর অপব্যবহার করছে। শীর্ষ আদালত মনে করছে সিবিআই এফআইআর দায়ের করতে গেলেও রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, রাজ্য সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যে সিবিআই তদন্তের জন্য সম্মতি প্রত্যাহার করার পরে, সিবিআই রাজ্যের অনুমোদন ছাড়াই এফআইআর দায়ের করতে থাকে, ফলত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করে। এই মামলাটি গত তিন বছর ধরে বিচারাধীন। রাজ্যের হয়ে সওয়াল করে আইনজীবী কপিল সিবাল যুক্তি দিয়েছিলেন যে রাজ্যের অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ ছাড়া সিবিআই কোনও মামলার তদন্ত করতে পারে না। তিনি জোর দিয়েছিলেন যে রাজ্যে প্রবেশের আগে সিবিআই-এর অনুমতি নেওয়া দরকার, নাহলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তার প্রভাব পড়তে পারে বলে তিনি জানান। এছাড়াও অভিযোগ রয়েছে যে সিবিআই কোনো মামলায় ঢুকলে তার সূত্র ধরে ইডিও সেখানে ঢুকে পড়ছে এই পরিস্থিতি বদলানো দরকার।
উত্তরে, কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দিয়েছিলেন যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে নয় বরং একটি স্বাধীন সংস্থা। তাই সিবিআই-এর কর্মকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করা বৈধ বলে বিবেচিত হবে না। সলিসিটর জেনারেল বলেছিলেন, ‘‘সিবিআই একটি স্বাধীন সংস্থা। কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে না। কেন্দ্র কোনও এফআইআর দায়ের করে না। এই মামলা সিবিআইয়ের বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে।’’ আদালতে এই মামলার তথ্য গোপন করারও অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘এর আগে একই বিষয়ে অন্য দু’টি মামলা করা হয়েছিল রাজ্যের তরফে। এই কোর্টে সেই তথ্য গোপন করা হয়েছিল। কী ভাবে দেশের সর্বোচ্চ আদালতের কাছে তথ্য গোপন করা যায়? এটাই মামলা খারিজের অন্যতম কারণ হতে পারে।’’
Leave a Reply