নিউজ ডেস্ক : কলকাতায় কিছুটা নামল পারদ। আগামীকাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। যদিও আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবারও বাড়তে পারে তাপমাত্রা জানিয়েছে ওয়েদার অফিস। বৃহস্পতিবার কলকাতায় আকাশ সকালের দিকে বেশ মেঘলা ছিল। কিন্তু বেলা বাড়তেই রোদের দেখা পাওয়া গেছে। এরই সঙ্গে বহাল থাকছে শুষ্ক আবহাওয়া। অবাধ উত্তুরে হাওয়াও বইবে সারাদিন। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী হতে দেখা যাচ্ছে। এদিন ভাল শীতের আমেজ অনুভব করবেন কয়েকটি জেলার বাসিন্দারা। দক্ষিণবঙ্গের ৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : গুজরাটে মোদি লহর, হিমাচল প্রদেশে কি তরী ডুববে বিজেপির?
পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে ফুঁসছে মনডাউস সাইক্লোন। বৃহস্পতিবার তামিলনাড়ু ও পুদুচেরী উপকূলে পৌঁছানোর কথা এই ঘূর্ণাবর্তের। এই কারণে এদিন ওয়েদার অফিসের তরফ থেকে তামিলনাড়ুর ১৩ জেলায় ও শুক্রবারের জন্য ১২ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। যদিও এর প্রভাব বাংলায় তেমন পড়বে না বলে জানা যাচ্ছে।
Leave a Reply