কলকাতার তাপমাত্রা বাড়ছে,তবে সপ্তাহের শেষে ঠান্ডা পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের

নিউজ ডেস্ক : এক পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে গেলে সিকিমের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে বলে জানাল হাওয়া অফিস। এর পরই হবে আবহাওয়ার বদল।

মঙ্গলবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। স্বাভাবিকের ওপরই কলকাতার পারদ। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের দুই ডিগ্রি উপরে। সপ্তাহের শেষের দিকে নামতে পারে পারদ। আপাতত কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। এটিও নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জে আগামী বুধ -বৃহস্পতিবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই ঝড়টি ক্রমশ শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ফের চোখরাঙানি লাল ফৌজের, ভারত-চিন সংঘর্ষে জখম ৩০