Weather Update: কমে গিয়েও আবারও বাড়ল তাপমাত্রা, শনিবার ষোলোর ঘরে পারদ

নিউজ ডেস্ক: শীত পড়তে না পড়তেই, বেড়ে গেল তাপমাত্রা। কম্বল, সোয়েটার ভাল ভাবে গায়ে তোলার আগেই সড়িয়ে রাখতে হল আবার। শীতের আমেজ সবে অনুভব করতে শুরু করেছিল বঙ্গবাসী। এরই মধ্যে গরম বাড়ায় উদাস মানুষ। এখন প্রশ্ন হল, তাহলে কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে ?

আবহাওয়া দফতর জানিয়েছে, অবাধ উত্তুরে হাওয়ার কারনে শীত শীত আমেজ থাকলেও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতল আবহাওয়া বজায় থাকবে গোটা রাজ্য জুড়েই। এছাড়া আগামী কয়েকদিনের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

অন্যদিকে কলকাতার আকাশ শনিবার পরিষ্কার থাকবে। অন্যদিকে তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। এইদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে নিচে থাকবে। সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস হু হু করে ঢুকছে বাংলায়। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।