BCCI

BCCI: ভারতীয় দলের হেড কোচের পদে আবেদনের সময়সীমা শেষ কিন্তু এখনও জানা গেল না নতুন কোচের নাম

ইউ এন লাইভ নিউজ: আইপিএল শেষ। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়া। এই প্রতিযোগিতার পরই জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। গতকাল শেষ হয়েছে কোচের জন্য আবেদনের সময়সীমাও। কিন্তু এখনও এ বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

দ্রাবিড় বিসিসিআই-র সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী নন। ২৭ মে শেষ হয়েছে কোচের পদে আবেদনের সময়। ভিভিএস লক্ষ্মণ থেকে হরভজন সিং, স্টিফেন ফ্লেমিং থেকে টম মুডি, জাস্টিন ল্যাঙ্গার থেকে রিকি পন্টিং দেশ-বিদেশের অনেক নামের গুঞ্জন শোনা গেলেও খবর উঠে আসছে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। কেকেআরের মেন্টর হিসেবে নিজের প্রথম বছরেই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি। তাই জাতীয় দলের হেড কোচের দৌড়েও সবচেয়ে এগিয়ে তিনিই।

কিন্তু এক্ষেত্রে বোর্ড কোনও সিদ্ধান্তের দিকে খুবই ধীর গতিতে এগোচ্ছ। সূত্র মারফত খবর, “আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে ঠিকই, তবে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে বিসিসিআই আরও কিছুটা সময় নিতে চায়। জুন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে দল। তার পর শ্রীলঙ্কা আর জিম্বাবোয়ে সিরিজের সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। সেখানে এনসিএ-র কোচেরাই দায়িত্ব সামলাবেন। ফলে নতুন হেড কোচ নির্বাচনের বিষয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই।”

তবে বোর্ডের যে বিদেশি কোচ প্রথম পছন্দ নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট সম্বন্ধে অভিজ্ঞ কাউকেই নতুন হেড কোচের দায়িত্ব দিতে চাইছেন তাঁরা। সেক্ষেত্রে কাকে ‘মেন ইন ব্লু’-র পরবর্তী দায়িত্ব দেওয়া হয় তা সময়ই বলবে।

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *