ইউ এন লাইভ নিউজ: দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে কেন্দ্রীয় সরকারের সহায়তায় তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের ইন্টিগ্রেটেড চেকপোস্ট। শুক্রবার সেই জায়গা পরিদর্শন করলেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়নের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখতে, হিলিতে পৌঁছান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হিলির পর বালুরঘাট শহরে গ্রিন ভিউ স্কুলেও যান তিনি। ওখানে গিয়েও ছাত্র ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে শব্দ নিরোধ জেনারেটর প্রদান করলেন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড:সুকান্ত মজুমদার।
বালুরঘাট শহরের গ্রীন ভিউ স্কুলে ছাত্র ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে শব্দ নিরোধ জেনারেটর প্রদান করলেন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড:সুকান্ত মজুমদার।