নিউজ ডেস্ক : জাঁকিয়ে শীত এখনই পড়ছে না । তাপমাত্রা সামান্য কমলেও স্বাভাবিকের ওপরেই কলকাতার পারদ। কলকাতা-সহ জেলায় তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরেই থাকবে এখন। সকালে ও সন্ধ্যায় হালকা শীত শীত ভাব থাকলেও সারা দিন শীতের আমেজ পাওয়া যাবে না।
অন্যদিকে শুক্রবার কলকাতার আকাশ পরিষ্কার থাকতে দেখা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিনে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরে উঠে গিয়েছিল তা এখন নিচের দিকে নামতে শুরু করেছে। আগামী ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সামান্য হলেও বইবে উত্তুরে হওয়া। সকাল, সন্ধ্যা জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। কলকাতায় সকাল সন্ধ্যা শীতের আমেজ আবার ফিরবে খুব তাড়াতাড়ি অনুমান হাওয়া অফিসের।
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। তবে এর প্রভাব সরাসরি পড়বে না এ রাজ্যে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এই ঘূর্ণাবর্ত সোমবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। এরপরের ২-৩ দিনে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল দিকে যাবে নিম্নচাপটি। আগামী রবিবার থেকে বৃষ্টি বাড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল এলাকায়। তবে ঘন কুয়াশার সতর্কতা থাকছে পঞ্জাব ও হিমাচল প্রদেশে আগামী ৩ দিন প্রবল কুয়াশায় ঢাকতে পারে এই রাজ্যগুলি।
Leave a Reply