নিউজ ডেস্ক : আবহাওয়া খেলছে লুকোচুরি। কয়েকদিন আগেই গেল শীতলতম দিন। এর কারণেই বঙ্গবাসী শীতের আশায় বুক বেঁধেছিল। কিন্তু আশায় জল ঢেলে, পরের দিন থেকেই আবারও বাড়ল তাপমাত্রা। এই কারণেই এখনও শীতের আগমনের বিষয় সঠিক ভাবে কিছুই বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত পড়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
মঙ্গলবার সকাল সকালই শীতের আমেজ পেয়েছে বঙ্গবাসী। পারদ নিচের দিকে নামার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও। তবে উত্তরের হাওয়ার কারণে সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভতি পাচ্ছে বঙ্গের মানুষ। বেলার দিকে গরম বাড়লেও সন্ধ্যের দিক থেকে আবারও শীতলতার পরশ অনুভূত হবে। মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন : নিঃশব্দে চলে গেলেন স্টিল ম্যান অফ ইন্ডিয়া, দুঃখপ্রকাশ টাটা স্টিলের
আগামী ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ বোঝা যাবে। মঙ্গলবার কালিম্পং ও দার্জিলিঙের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া বৃহস্পতি ও শুক্রবারেও পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু বাদবাকি পাহাড়ী এলাকাগুলি আপাতত শুষ্কই থাকবে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে এখনই শীত পড়বেনা দক্ষিণবঙ্গে। যদিও কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন : নড়বড়ে বিশ্বমানের ব্যাটাররা, চোট `ফিনিশার’ ডিকের, বাংলাদেশ ম্যাচে শিকে ছিঁড়তে পারে ঋষভের
Leave a Reply