Kolkata Traffic

TMCs Raj Bhavan Abhijaan: রাজভবনের অভিযানে বিপুল যানজটের আশঙ্কা, বৃহস্পতিবার অভিযান তৃণমূলের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দিল্লিতে পুলিশ ক্যাম্প থেকে বেরিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ডাক দিয়েছিলেন, ‘রাজভবন চলো’ অভিযানের। দিল্লির নিউ পুলিশ লাইনস থানা থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন ৫ অক্টোবর তথা বৃহস্পতিবার রাজভবন অভিযান করবে তৃণমূল। বিকেল ৩টেয় লক্ষ মানুষ মিছিল করে যাবেন রাজভবনের উদ্দেশে। ফলে স্বভাবতই আগামীকালের অভিযান ঘিরে কলকাতার রাস্তায় তীব্র যানজট হতে পারে। তাই কাল যে যে রাস্তা এড়িয়ে চলবেন তা জেনে নেওয়াই ভাল।

সূত্রের খবর, আগামীকাল মোহরকুঞ্জ থেকে জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, এসপ্ল্যানেড থেকে রানি রাসমনি অ্যাভিনিউতে যানজট হতে পারে। দিল্লিতে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেয় তৃণমূলের প্রতিনিধি দলকে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতি মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক। কিন্তু সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের হেনস্থার অভিযোগ ওঠে। দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদ ও মন্ত্রীদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় কৃষি ভবন থেকে।

তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির মুখার্জি নগরে নিউ পুলিশ লাইনস থানায়। রাতে থানা থেকে বেরিয়ে অভিষেক ঘোষণা করেন, “ ‘যে চিঠিগুলো নিয়ে আমরা দিল্লির বুকে দরবার করেছিলাম, সেই চিঠিগুলো আবার আমরা কলকাতায় ফেরত নিয়ে এসেছি। আমরা দিতে চেয়েছিলাম। আপনারা ছবিতে দেখেছেন, আমরা কৃষি দফতরের টেবিলে চিঠিগুলো রেখেছিলাম। আমাদের যখন জোর করে ধর্না থেকে তুলে দেওয়া হয়, তখন চিঠিগুলোকে ছিঁড়ে দেয়, ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা বিরত হব না।”