নিউজ ডেস্ক: নওশাদ সিদ্দিকি এবং আইএসএফকে আটকানো যাবে না। আইএসএফ বিধায়কের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাই তিনি কথা বলবেন। ব্যাঙ্কশাল কোরেট ঢোকার পরে সাংবাদিকদের মুখোমিখি হয়ে এমনই বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
নওসাদ এদিন বলেন, ‘কেউ দেখাতে পারবে না যে আমি বলেছি মারুন, ধরুন। একটা কিছু প্রমাণ করতে পারেনি।’ ভাঙড়ের বিধায়ক এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, ‘রাজ্য সরকার আমার বিরুদ্ধে এসব করছে সেটা দিনের আলোর মতো পরিস্কার। আসলে ওদের রাগ আমি সব বিষয় নিয়ে কথা বলছি। দেবত্তর সম্পত্তি বেহাত হওয়ার কথা যেমন বলছি তেমন ওয়াকফ সম্পত্তি লুঠ হওয়ার কথাও বলছি। ডিএ, নিয়োগ–সব কিছু নিয়ে বলছি বলেই গায়ের জ্বালা। কিন্তু আমার কথা বলা এভাবে থামানো যাবে না।’
ধর্মতলার পুলিশের সঙ্গে আইএসএফ কর্মী-সমর্থকরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতিরও অভিযোগ ওঠে। মামলায় এদিন জেল হেফাজত শেষ হচ্ছে নওসাদদের। আদালতে পেশ করা হয়েছে তাঁকে। তবে এদিন জামিন পেলেও জেলেই থাকতে হবে তাঁকে। কারণ লেদার কমপ্লেক্স থানার পৃথক মামলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবেন ভাঙড়ের বিধায়ক।
Leave a Reply