ইউ এন লাইভ নিউজ: দুর্গাপুজোর আর মাত্র এক মাস বাকি। সব জায়গায় একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এর মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলি, দুই মেদিনীপুর সহ বিস্তির্ণ অঞ্চলের অবস্থা ভয়ঙ্কর। এখনও বিপদসীমার উপর দিয়ে বউছে বহু নদীর জল। এই অবস্থায় ফের নিম্নচাপের ভ্রকুটি। একেবারে উৎসবের আগেই ফের একবার আবহাওয়ার বড় বদল ঘটতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। তবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
মুলত শুক্রবার কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ পরিষ্কার থাকবে। একই সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বেশি হবে বলে জানানো হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৩ শতাংশ। তবে রবিবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। এতে ফের বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত পরিষ্কার আকাশ থাকবে। একই সঙ্গে রোদ ঝলমলে পরিবেশের কথা বলা হয়েছে। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রাও ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। পার্বত্য এলাকাতেও গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়বে। শুধু দার্জিলিংয়ের পাহাড় নয়, সিকিমেও গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা এই পরিবেশ পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। অন্যদিকে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই।
Leave a Reply