UGC: ফের বঞ্চিত বঙ্গ! নতুন জোনাল কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক: ফের বঞ্চিত পশ্চিমবঙ্গ। বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন কমিটিতে নেই পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম, এই অভিযোগ তুলে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শিক্ষামন্ত্রী।

‘কেন নেই পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম?’, এই প্রশ্ন তুলে টুইট করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য লেখেন,ইউজিসি নতুন করে তৈরী হয়েছে পাঁচটি জোনাল কমিটি। কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে এই কমিটিগুলি তৈরি হয়েছে। ইউজিসির গাইডলাইন মেনেই কাজ করবে কমিটিগুলি।’ এরপরই শিক্ষামন্ত্রী লেখেন, `উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের ৭ সদস্যের কমিটিতে বাংলার কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম নেই।’

এর আগেও বহুবার জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জোর করে নিজস্ব নীতি চাপিয়ে দিচ্ছে কেন্দ্র, কোনও পরামর্শ ছাড়াই, এমনটাই বক্তব্য রাজ্যের। এবার নতুন জোনাল কমিটি নিয়ে সরাসরি ইউজিসির বিরুদ্ধেই বঞ্চনার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ার মাঠে নামলেন খোদ শিক্ষামন্ত্রী।