Abhishek Short Leave

Abhishek Banerjee: রাজনৈতিক মহলে অভিষেকের ‘সাময়িক বিরতি’ নিয়ে জল্পনা, তবে কি ফের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস জোড়াফুল শিবিরে?

ইউ এন লাইভ নিউজ: অভিষেক বন্দোপাধ্যায়ের ‘সাময়িক বিরতি’ নিয়ে জল্পনা তুঙ্গে। লোকসভা নির্বাচনের ফলঘোষণা হয় ৪ জুন। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভাল ফল করেছে তৃণমূল। ৪২ টি আসনের মধ্যে ২৯টি আসনই পেয়েছে সবুজ শিবির। ৭ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়ে নজির গড়েছেন অভিষেক বন্দোপাধ্যায় নিজে। কিন্তু লোকসভা ভোটে এত ভাল ফল করার পরও হঠাৎ কি কারণে ‘সাময়িক বিরতি’ নিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়?

অভিষেক বন্দোপাধ্যায় নিজের টুইটার-এ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তাঁর এই ‘সাময়িক বিরতি’-র কথা। তিনি টুইটারে নিজের চিকিৎসার কারণে ‘ছোট বিরতি’ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। অন্যদিকে তিনি টুইটারের মাধ্যমে আরও জানান, গত বছর এই সময় তিনি ‘নবজোয়ার যাত্রা’ নিয়ে ব্যস্ত ছিলেন। পশ্চিমবঙ্গের দিকে দিকে গিয়ে তৃণমূলস্তরের মানুষের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেছেন। মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ,আবাসের টাকা বাকি থাকায় কী কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁদের, তা অনুধাবন করতে পেরেছিলেন তিনি। অভিষেক জানিয়েছেন, সেই ‘নবজোয়ার যাত্রা’ থেকেই তিনি বাংলা থেকে দিল্লিতে আন্দোলন নিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত রাজ্য সরকারই সমস্যার সমাধান করে। লোকসভা নির্বাচনের মানুষ তাঁদের উপর ভরসা রাখায় সকলকে ধন্যবাদও জানান তিনি।

অভিষেকের টুইটারে নিজের ‘সাময়িক বিরতি’-র কথা জানানোর পরেই রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচন আবহে একের পর এক অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। নির্বাচন প্রক্রিয়া চলা কালীনও শাসক দলের বিপক্ষে একাধিকবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধী দলের নেতারা। কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন জোড়াফুল শিবিরের ভালো ফল হওয়ার পর সব অভিযোগই হাওয়ায় উড়িয়ে দিয়েছিল তৃণমূল। তবে কি বলা যেতে পারে, সারা বঙ্গ জুড়ে বিভিন্ন ধরণের সন্ত্রার চালিয়ে ভোটের হাওয়া ঘুরিয়ে দেওয়া হয়েছে? যদি লোকসভা নির্বাচনে সবুজ শিবিরের ফল এতই ভালো হয় তবে কেন দলের মধ্যেই দল চালানোর গন্ধ পাওয়া যাচ্ছে আর কেনই বা ‘বিরতি’ কথাটা কোথাও ‘রাজনীতি’ থেকে বিরতি নেওয়ার আভাস দিচ্ছে? ফল ঘোষণার ৮ দিন পরেই তৃণমূল সাধারণ সম্পাদকের ‘ছোট বিরতি’ চেয়ে নেওয়াটা কি ‘গোষ্ঠী দ্বন্দ্ব’-এর আভাস? তৃণমূল শিবিরের মধ্যেকার কোন্দল নতুন কিছু নয়, কিন্তু ‘পিসি-ভাইপোর’ সম্পর্কে দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে এই ‘বিরতি’ চাওয়াকে কেন্দ্র করে।

সূত্রের খবর অনুযায়ী এবং অভিষেক বন্দোপাধ্যায়ের টুইটারকে কেন্দ্র করলে বোঝা যায় যে তিনি শারীরিক কারণে এবং চিকিৎসার জন্যই ‘সাময়িক বিরতি’ চেয়েছে দলের পক্ষ থেকে। রাজনৈতিক মহলে এ বিষয় জল্পনার সৃষ্টি হলেও তা কখনই অভিষেকের দল ছেড়ে যাওয়ার ঘটনা যে নয় তা তিনি পরোক্ষ ভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি তার টুইটারের মাধ্যমে জানান যে, ‘জরুরি চিকিৎসার প্রয়োজনে সংগঠন থেকে স্বল্পকালীন ছুটি নিচ্ছি আমি। এই ছুটিতেও মানুষের প্রয়োজন আরও ভাল করে বোঝার সুযোগ পাব আমি। আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকার মসৃণ ভাবেই সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাবে এবং মানুষকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে পিছপা হবে না’।