Abhijit Gangopadhyay

Loksabha Election 2024: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘চোর’ স্লোগান! ভোটের দিন সকালে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

ইউ এন লাইভ নিউজ: ষষ্ঠ দফা ভোট শুরুর আগেই অশান্ত হয়ে উঠেছিল তমলুক লোকসভা কেন্দ্র। বুধবার ভোর রাতে নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য-রাজনীতি। এদিকে শুক্রবার গভীর রাতে মহিষাদলে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে দাবি করছে স্থানীয় টিএমসি নেতৃত্ব। এই পরিস্থিতির মধ্যে শনিবার ভোটের সকালে বিক্ষোভের মুখে পড়লেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে ঘিরে ‘চোর’ ‘চোর’ স্লোগান উঠল।

ভোট শুরু হওয়ার কিছু আগেই বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। দিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী। সেখানে তাঁকে ‘চোর’ স্লোগান দেওয়ায় পাশাপাশি ‘বিজেপি হটাও’ বলেও স্লোগান দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই বুথের আশেপাশে। তারপরই ওই জায়গা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিরাপত্তারক্ষীরা বের করে নিয়ে যান।

বস্তুত, রাজ্য পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না নিয়ে নিশানা করেছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তাঁর কথায়, পুলিশ সন্ত্রাস করছে, নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে! ‘ভাইপো’র নির্দেশে এসব কাজ হচ্ছে বলে দাবি ছিল তাঁর। বিজেপি প্রার্থী আরও জানান, প্রায় চার হাজার মত পুলিশ বাহিনী নন্দীগ্রামে ঢুকেছে ভোটের আগের রাতে। রীতিমতো পুলিশি অত্যাচার চালানো হচ্ছে।”

নন্দীগ্রামের ঘটনায় গেরুয়া শিবিরের দাবি, সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তখনই বাইকে করে তৃণমূলের এক দল দুষ্কৃতী সেখানে পৌঁছে ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করে। বাধা দিতে গেলে রতিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে দুষ্কৃতিরা।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।