Jadavpur University

Jadavpur University: এবার রেগিং রুখতে যাদবপুরে হস্তক্ষেপ ইসরোর

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: আগামী ৩১শে আগস্ট ইসরোর একটি টিমের আসার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর আগে আচার্য সিভি আনন্দ বসে সঙ্গে কথা বলেছিলেন ইসরোর চেয়ারম্যান নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। তারপরেই কথা ওঠে ইসরোর একদল যাদবপুর বিশ্ববিদ্যালয় আসার। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ৩১ আগস্ট যাদবপুরে আসতে পারে এই টিম এমনটাই জানা যাচ্ছে।

ইসরোর এই টিম মূলত দেখবে উন্নতি প্রযুক্তিকে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাজ করানো যায়। ভিডিও অ্যানালিটিক্স, টার্গেট ফিক্সিং এই ধরনের বিভিন্ন নতুন প্রযুক্তির কতটা ছাপ ফেলবে বিশ্ববিদ্যালয় এই নিয়ে কথা বলবে প্রযুক্তিগত টিম। নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আচার্য সি ভি আনন্দ বোস এর সঙ্গে কথা হয় ইসরোর চেয়ারম্যানের। সেই সূত্রেই বৃহস্পতিবারে রেডিও ফ্রিকোয়েন্সি নিয়েও মিটিং হওয়ার কথা আছে। তাছাড়া হোস্টেলেও যেতে পারে ইসরোর এই দল।

প্রধানত রেগিং নির্মূল করার উদ্দেশ্যেই এই প্রযুক্তিগত সাহায্য নেওয়ার কথা। ইসরোর সঙ্গে রাজ্যপালের বৈঠকের পর যাদবপুর উপাচার্যকে এই দায়িত্ব দেয়া হয় বলে জানা গিয়েছে। গত শুক্রবার অর্থাৎ ২৫শে আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইসরোর বৈঠক হয় বলেও সূত্রের খবর। তখনই চেয়ারম্যান জানায় ৩১শে আগস্ট ইসরোর একটি টিমকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পাঠানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শীঘ্রই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ।