এবার চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর এল ডেনমার্ক শিবির থেকে

শিউলি দত্ত ঘোষ: চোট পেয়েছেন ডেনমার্কের মিডফিল্ডার থমাস ডিল্যানি। চোট এতটাই গুরুতর যে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে তাঁর পক্ষে আর কোনওভাবেই খেলা সম্ভব হবে না। ক্লাবের তরফ থেকে বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তিউনিশিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে পায়ে গুরুতর চোট পান থমাস ডিল্যানি। আশা ছিল, প্রাথমিক চিকিত্‍সায় তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু চোট এতটাই গুরুতর যে তাঁর পক্ষে আর পরবর্তী কোনও ম্যাচেই খেলা সম্ভব হবে না। আপাতত চার সপ্তাহ ডিল্যানিকে পর্যবেক্ষণের রাখা হবে। চার সপ্তাহ বাদে তাঁর আরও একবার শারীরিক পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই থমাস ডিল্যানির চিকিত্‍সার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্লাব।

ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডিল্যানির অভাব বোধ হবে। তবে দলের বাকিরা চেষ্টা চালাবে সেই অভাব পূরণের। থমাস ছিটকে বেরিয়ে যাওয়ায় কোচ ক্যাসপার জুলমান্দকে আবার টিমকে নতুন ভাবে সাজাতে হবে ।

About Saswata Das

Check Also

Diamond harbor FC

Diamond harbor FC: আপাতত বাতিল করে দেওয়া হল ডায়মন্ড হারবার এফসির দুটি ম্যাচ, পরবর্তী তারিখ এখনও নির্ধারিত হয়নি

ইউ এন লাইভ নিউজ: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত আই লিগ ৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *