Weather

Weather Report: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

ইউ এন লাইভ নিউজ: অস্বস্তিকর গরমে ইতি টেনে মাঝে টানা ক’দিন বৃষ্টি হচ্ছিল। কিন্তু আবার সেই আগের পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির দেখা মেলেনি। তবে চলতি সপ্তাহে ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই আভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে সপ্তাহের শেষে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। যদিও কলকাতা বা সংলগ্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ খুব একটা বাড়বে না। বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে শহর জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বজ্রবিদ্যসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে চলতি সপ্তাহে। পার্বত্য এলাকার অধিকাংশ জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর বলছে, এই মুহূর্তে গভীর নিম্নচাপ ছত্তীসগড়ে অবস্থান করছে। এটি শক্তি হারিয়ে বুধবারই মধ্যপ্রদেশ এলাকায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা থেকে দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরেই আবহাওয়ার এই ভোলবদল।