অহনা ঘোষ, সিমলিন দাস: “পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে”- চোখে দেখা সব জিনিস নতুন। কিছুই চেনা নয়। কেমন হবে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনার চারিপাশের সবকিছু বদলে গিয়েছে? অবশ্য, নতুনত্ব দেখার লোভ আমাদের সকলের। আগে যা কখনও ঘটেনি, তেমনই এক ঘটনা ঘটাতে সেজে উঠেছে এবারের সুরুচি সংঘ পুজো প্রাঙ্গণ।
আরও পড়ুন: জীবন চলতে থাকে সময়ের সঙ্গে: ‘দৌড়’ থিম নিয়ে এবার পুজোয় ত্রিধারা সম্মিলনী
সুরুচি সংঘের পুজো এবছর পা রাখলো ৬৯ তম বছরে। এবছর তাদের ভাবনা ‘পৃথিবী আবার শান্ত হবে’। মহালয়ার দিন অনুষ্ঠিত হয় সুরুচির থিম প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরুচির সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনবাগান দলের দুই ফুটবলার ফ্লোরেন্টিন পোগবা এবং জনি কাউকো। সকলে মিলে থিম প্রকাশ অনুষ্ঠানের দিন জমিয়ে ঢাক বাজিয়ে উদ্বোধন করেন পুজোর।
আরও পড়ুন: এফডি ব্লকের পুজো সেজেছে কল্পনায়, অভিশপ্ত গ্রামের আলোয় ফেরার গল্প
গত দুই বছর মানুষকে অনেক বাধা নিষেধের মধ্যে থাকতে হয়েছে। করোনা ভাইরাসের আক্রমণ যেন মানুষের জীবন থেকে সব আনন্দ মুছে নিয়েছিল। সারা পৃথিবীকে ঘরে আটকে থাকতে হয়েছিল এই মারণ ভাইরাসের জন্য। শিক্ষা,স্বাস্থ্য, অর্থনীতি সব দিকে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবমিলিয়ে পৃথিবী অশান্ত হয়ে উঠেছে। তবে, এই অন্ধকার কালো দিন যেন ধীরে ধীরে হচ্ছে বিলীন। দুবছরের নিউ নরম্যাল কাটিয়ে, সব পুজো এবছরে ব্যাক টু দি ফর্ম। সেই জন্যেই সুরুচির এবারের ভাবনা এক নতুন পৃথিবীকে নিয়ে। যেই পৃথিবী, মানুষ এর আগে কখনও দেখেননি। যেই পৃথিবী সন্ধান দেয় শান্তির, স্নিগ্ধতার।
Leave a Reply