ইউ এন লাইভ নিউজ: টি-টোয়ন্টি ক্রিকেটের বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী জুন মাসের ২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ম্যাচের মাধ্যমে। এবারের বিশ্বকাপের আসর আয়োজিত হতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই আয়োজকদের কপালে দেখা দিল চিন্তার ভাঁজ।
উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ‘প্রো-ইসলামিক স্টেট’ ওরফে ‘দাইশ’ তাদেরই একটি সংবাদমাধ্যমের দ্বারা খবর দিয়েছে, বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। কিন্তু তা কোন কারণে হবে সেই বিষয়ে কিছু জানায়নি ‘দাইশ’। তাদের ওয়েবসাইটে এই হুমকি ছাড়াও ক্রিকেট মাঠে নাশকতার বেশ কিছু ভিডিও ক্লিপিংও দেখিয়েছে।
খেলার মাঠে বিভিন্ন সময়ে যে সব হিংসার ঘটনা অতীতে ঘটেছে সেগুলিই এই জঙ্গি সংগঠনটি ভিডিওর দ্বারা সমাজমাধ্যমে প্রকাশ করছে। এই ভিডিগুলির মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের জনগণদের তাদের লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এই সংগঠন।
এই ঘটনার পর থেকে আয়োজক দেশের ক্রিকেট প্রশাসন অনেক বেশি সতর্ক হয়ে উঠেছেন। ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’-র সিইও জনি গ্রেভস এই বিষয়ে জানিয়েছেন, তাঁদের বোর্ড এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও যে যে শহরে ম্যাচ হতে চলেছে তাদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রেখে চলেছেন তাঁরা। প্রত্যেকটি টিম হোটেল ও স্টেডিয়ামে কড়া নিরাপত্তা বলয়ে মুড়িয়ে দেওয়ার কথা দিয়েছেন গ্রেভস। সব দেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের সুরক্ষিত রাখাই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ২০ ওভারের এই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এই খেলা হবে আগামী ৫ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ হতে চলেছে ৯ জুন। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ খেলা হবে ২৯ জুন কেনসিংটন ওভাল স্টেডিয়ামে।
Leave a Reply