ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা, সেনার গাড়ি খাদে, মৃত ৪ জওয়ান

নিউজ ডেস্ক: ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা। ভারতীয় সেনার গাড়ি খাদে পড়ে ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জম্মু-কাশ্মীরে বরফ ঢাকা রাস্তা দিয়ে কুপওয়ারার মাছাল সেক্টরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভারতীয় সেনার এই গাড়িটি।

ভারতীয় সেনার চিনার কোর্পসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, রোজকার মতো টহলদারির সময় রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় গাড়িটি। প্রাণ হারান জুনিয়র কমিশনড অফিসার ও ২ জওয়ান। রাস্তায় বরফ থাকার কারণেই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। 

ডিসেম্বরে একই ধরনের ঘটনা ঘটেছিল উত্তর সিকিমে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬ জন জওয়ান। সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ২০ জন জওয়ানকে নিয়ে একটি আর্মি কনভয় উত্তর সিকিমের চাটেন থেকে থাংগু পর্যন্ত যাচ্ছিল। কনভয়তে ছিল মোট তিনটি আর্মি ট্রাক।

আরও পড়ুন: Prithvi-2: পৃথ্বী-২ ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রর সফল পরীক্ষা ভারতে

জেমা অঞ্চল দিয়ে যাওয়ার সময়ই জওয়ানরা অনুভব করেছিলেন, ওই এলাকার রাস্তা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। খারাপ আবহাওয়ার কারণে আর্মি কনভয়ের মাঝের একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারায়। এরপর একটি বাঁক থেকে ঘোরার সময় গাড়িটি খাড়া ঢালে ধাক্কা খেয়ে সোজা খাদে ছিটকে গিয়ে পড়ে। এই ঘটনায় আর্মি ট্রাকে থাকা ১৬ জন জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও চারজন গুরুতর আহত হন।