Tirupati Balaji Temple

Durga Puja 2024: দক্ষিণের তিরুপতি মন্দির এবার কলকাতায়, শ্রীভূমির দুর্গোৎসব নিয়ে ফের যানজটের আশঙ্কা

ইউ এন লাইভ নিউজ: দূর্গা পুজো মানেই বাঙালির কাছে বছরের শ্রেষ্ঠ উৎসব। দূর্গা পুজোয় কলকাতার যে যে পুজো গুলি শীর্ষে থাকে তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তবে এই পুজো নিয়ে প্রত্যেকবারই কিছু না কিছু ভোগান্তিতে পড়তে হয় পুজো উদ্যোক্তাদের। সেই কারণেই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসুকে মুখ্যমন্ত্রীর কাছে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে বার বার। বুর্জ খলিফা থেকে ডিসনি ল্যান্ড প্রত্যেক বছর কিছু না কিছু নতুন থিম তারা তুলে ধরে দর্শনার্থীদের কাছে। এবছর আবারও একটি নতুন চমক নিয়ে হাজির শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর তারা বেছে নিয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরকে। এই তিরুপতি মন্দিরের আদলেই গোটা মণ্ডপকে সাজানো হবে।

দক্ষিণ ভারতের এই বিখ্যাত মন্দিরে সারাবছর পুণ্যার্থীদের ভিড় চোখে পরে। তবে বর্তমানে এই মন্দিরের প্রাসাদ পশুর চর্বির বিতর্কে জড়ালেও মন্দিরের মহিমা কোনো অংশেই কমেনি। ২০২৪ সালে এই মন্দিরকেই বেছে নিয়েছে কলকাতার এই বিখ্যাত পুজো। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্যান্ডেল সজ্জার পাশাপাশি আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। মণ্ডপের কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দর্শকদের ঢল না নামলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একই সঙ্গে বিভিন্ন ইউটিউব চ্যানেল ও পেজ এর এডমিনরা পৌঁছে যাচ্ছেন শ্রীভূমিতে।

মণ্ডপ প্রস্তুতির দৃশ্য ক্যামেরাবন্দি করছেন অনেকেই এবং এই সমস্ত ছবি এখন ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়াতে। পুজো শুরুর আগে এবছরেও ভি আই পি রোডে যান-জটের আশঙ্কা করছেন সাধারণ মানুষ। কারণ প্রত্যেক বছর পুজোর সময় ভিআইপি রোডে যানজটে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা যার অন্যতম কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবছর যানজট মোকবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রবেশ ও বেরনোর জন্য আলাদা আলাদা দুটো গেট করা হবে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়।