নিউজ ডেস্ক: চিকিৎসকদের পরামর্শ নিয়েই বেঁচে আছেন তৃণমূলের প্রবীন সাংসদ। তাঁরা অনুমতি দিলেই দিল্লি যেতে পারবন তিনি, না হলে পারব না। মঙ্গলবার এমনই জানিয়েছেন শিশির অধিকারী।
গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে বসে আছেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনের ভিত্তিতেই আগামী ১২ অক্টোবর সাড়ে বারোটায় শিশির অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। লোকসভার প্রিভিলেজ কমিটি ইতিমধ্যেই তাঁকে সমন পাঠিয়েছে বলে জানা গেছে।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দানের পর থেকেই শিশির অধিকারীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিল তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সভাতেও দেখা গিয়েছিল তাঁকে। তারপরেই শিশিরের বিরুদ্ধে বিজেপিতে যোগ দানের অভিযোগে ওঠে। দলত্যাগ বিরোধী আইনে তাঁর সাংসদ পদ খারিজের দাবি করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও শুরু থেকেই দল বদলের অভিযোগ অস্বীকার করেন শিশির অধিকারী। লোকসভার অধ্যক্ষকে চিঠিতে সেকথা জানিয়েছেন তিনি।
শিশির অধিকারীকে তলব প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আগে দুটি শুনানি হয়েছিল। সেখানে আমি ছিলাম। কিন্তু উনি ছিলেন না। আশা করব, ১২ তারিখ উনি থাকবেন। দলের তরফে আমি থাকব।
Leave a Reply