রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন কারাপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করে বসেন কারাপ্রতিমন্ত্রী অখিল গিরি। তার জেরে শনিবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। অবশেষে সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চান অখিল গিরি। তারপরেও বিতর্ক থামেনি। রষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্যের জন্যে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। অখিল গিরির বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মহিলা কমিশনও অভিযোগ করেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

শুক্রবার বিকেলে নন্দীগ্রামে একটি কর্মসূচিতে গিয়েছিলেন রামনগরের বিধায়ক অখিল। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “আমি নাকি দেখতে খারাপ। নিজের রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা!”

তারপরেই বিতর্কের ঝড় ওঠে। এরপর চাপে পড়েই ক্ষমা চান অখিল। তিনি বলেছেন, “এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদয়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।’’

আরও পড়ুন: রাস্তায় আবর্জনা ফেললে দিতে হবে মোটা টাকা জরিমানা

কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। 

অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। টুইটারে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।”