খুন হতে পারেন কাজল, ভরা সভায় আশঙ্কা প্রকাশ তৃণমূল নেতার

নিউজ ডেস্ক: যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন কাজল শেখ। প্রাণহানির আশঙ্কার কথা নিজেই জানিয়েছেন বীরভূমের তৃণমূল কোর কমিটির সদস্য। কাজলের কথায়, ঘরে-বাইরে তাঁর শত্রু রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে কাজলের এই আশঙ্কার কথা সামনে আসার পরেই স্বরব হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি, রাজ্যের শাসক দলের অন্তর্দ্বন্দ্বের জেরেই খুন হতে পারেন ভেবে ভয় পাচ্ছেন কাজল। যদিও বিরোধীদের এই দাবি অস্বীকার করেছে তৃণমূল। সাংসদ শান্তনু সেন অভিযোগের অঙুল তুলেছেন বিরোধী দল বিজেপির দিকে। তিনি বলেন, বিজেপি ভাড়া করা গুন্ডা দিয়ে তৃণমূল নেতাদের খুন করাচ্ছে।

সম্প্রতি নানুর বিধানসভা এলাকায় এক জনসভার আয়োজন করেছিল তৃণমূল। ওই সভায় উপস্থিত ছিলেন, বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিহির রায়। ওই সভা থেকেই প্রাণহানির আশঙ্কার কথা প্রকাশ করেন কাজল। তিনি বলেন, “আমি যখন বাড়ি থেকে বের হই, আমার মা কপালে তিনটে চুমু খায়। ভয়ে ভয়ে থাকেন, হয়তো ছেলে আর ফিরবে না। যে কোনও জায়গায় খুন হয়ে যেতে পারি। তবু সত্যর পথ থেকে আমি সরব না। আমি জানি, আমার ঘরে-বাইরে শত্রু।”