নিউজ ডেস্ক: গুড়-বাতাসা, চড়াম-চড়াম, পাচনের বাড়ি এখন অতীত। বীরভূমের বেতাজ বাতসা অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে। কিন্তু তার দেখানো পথে হেঁটে এবার আরও চড়া সুরে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শনিবার তিনি আরও একধাপ এগিয়ে সরাসরি বিরোধীদের দাঁত উপড়ে নেওয়ার হুমকি দিয়েছেন।
এর আগে বিরোধীদের হাঁটু ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলন উদয়ন। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এদিন ফের বিরোধীদের হুমকি দিয়েছেন। এবার তাঁর পাশে দাড়িয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ও।
কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মেলনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে এমন মন্তব্য করেন উদয়ন। তিনি আরও বলেন, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুতে ভোট হবে। কেউ যদি বোমা বন্দুক নিয়ে সন্ত্রাস করতে চায় তাঁদের ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে সাঁড়াশি দিয়ে তেদের দাঁত উপড়ে ফেলা হবে।
আরও পড়ুন: তাঁর মৃত্যু আজও রহস্যেই মোড়া
তিনি আরও বলেন, আসন সংরক্ষণের যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বহু বুথে সংরক্ষণের গেরোয় বর্তমান পঞ্চায়েত সদস্যরা প্রার্থী হতে পারছেন না। সে সব না ভেবে দলের জন্য কাজ করুন। সাধারণ মানুষের জন্য কাজ করুন। দল যদি মনে করে যে কাউকে প্রার্থী করা দরকার, আসন সংরক্ষণের কারণে নিজের বুথে প্রার্থী হতে না পারলেও পরের বুথে তাঁকে প্রার্থী করা যেতে পারে।
Leave a Reply