নিউজ ডেস্ক: নিজেকে আগেই বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করেছিলেন বিধায়ক আবদুল করিম চৌধুরি। তাই শুক্রবার কালী ঘাটে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির হলেন না তিনি।। এদিন সাংবাদিকরা তাঁর অনুপস্থির কারণ জানতে চাইলে আবদুল করিম বলেন, কী করতে কালীঘাটে যাব? আমি বিদ্রোহী বিধায়ক।
এর আগের মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় মন্ত্রী ছিলেন আবদুল করিম চৌধুরী। এবার তাঁকে আর মন্ত্রীসভায় রাখেননি তৃণমূল সুপ্রিমো। এদিন করিম চৌধুরী বলেন, ওখানে গেলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলবে, ব্যক্তির চেয়ে দল বড়। আমার ৫২-৫৫ বছর রাজনীতি হয়ে গেছে। এখন এসব কথা কে শুনতে যাবে? এখানেই থেমে থাকেননি বর্ষিয়ান এই তৃণমূল নেতা।
তাঁর কথায়, আমার সমস্যার ব্যাপারে তো নেত্রী কিছুই করছেন না। আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেখানে গিয়ে কী হবে? তাছাড়া আমি নিজেকে বিদ্রোহী হিসেবে ঘোষণা করেছি। সেভাবেই থাকব। মানুষের কাজের জন্য দরকারে রাস্তায় নামব।
সূত্রের খবর, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কানহাইয়ালাল আগরওয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়। জেলায় বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে তাঁর লোকজনের গন্ডগোল লেগেই থাকে। কিন্তু কখনওই জেলার চৌহদ্দির বাইরে ক্ষোভ বেরোয়নি। এবার কালীঘাটের উদ্দেশেই ক্ষোভের কথা জানালেন আবদুল করিম চৌধুরী। যা জেলার রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের।
Leave a Reply