কামড় বিতর্ক: মানুষের কামড়েই আহত হয়েছেন অরুণিমা, রিপোর্ট মেডিক্যাল কলেজের

নিউজ ডেস্ক: মানুষের কামড়েই আহত হয়েছেন আন্দোলনরত টেট চাকরিপ্রর্থী অরুণিমা পাল। এমনই বলছে সরকারি হাসপাতের রিপোর্ট। সম্প্রতি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে হাতের ক্ষত পরীক্ষার জন্য আসেন অরুণিমা। তাঁর হাত পরীক্ষা করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক প্রেসক্রিপশনে লেখেন, হিউম্যান বাইট, অর্থাত্‍, মানুষের কামড়ের চিহ্ন মিলেছে চাকরিপ্রার্থীর হাতে।

ঘটনার পরে অন্দোলনকারী টেট চারকিপ্রার্থী অরুণিমাকেই গ্রেফতার করে পুলিশ। কিন্তু সেই পুলিস কর্মী অর্থাৎ ইভা থাপার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

বুধবার টেট আন্দোলনকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের সরাতে এক্সাইড মোড়ে বিশাল পুলিশ বাহিনী নামে। আন্দোনকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। এরই মধ্যে ইভা থাপা নামে কলকাতা পুলিশের এক মহিলা কর্মী তেড়ে গিয়ে এক আন্দোলনকারীকে কামড়ে দেয়। ইভা থাপার অভিযোগ, তাঁকে আগে কামড়ে দেয় এক আন্দোলনকারী।

কলকাতা পুলিশের লালবাজারে বিশেষ টিমে রয়েছেন ইভা। সাধারণত ভিভিআইপিদের নিরাপত্তার কাজে থাকেন তিনি। সেইভাবেই বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত তিনি।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা অনুব্রতর

কামড়া কামড়ি নিয়ে বিতর্ক চরমে ওঠে। প্রতিবাদে মুখর হয় বিরোধী থেকে শুরু সমাজের বিভিন্ন মহল। তারমধ্যেই বিতর্ক বাড়িয়েছে পিংলার তৃণমূল বিধায়ক ও দলের পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি। তিনি বলেন পুলিশ কে কামড়ে দিলে পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুঁড়বে?