কাঠগড়ায় জাকির, জঙ্গিপুরে আয়কর হানা, উদ্ধার কোটি কোটি

নিউজ ডেস্ক : আবারও কোটি কোটি টাকা উদ্ধার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও অফিস থেকে। সম্প্রতি জাকির হোসেনের কলকাতা ও দিল্লির বাড়ি, গুদাম এবং কারখানায় তল্লাশি চালায় আয়কর দফতর। এখনও পর্যন্ত ২৪ টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১৫ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর।

আয়কর দফতরের আধিকারিকরা প্রায় ১০ ঘন্টা একাধিক চালকল, তেলকল ও বিড়ি কারখানায় তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা উদ্ধার করেছে।  এরমধ্যে শুধুমাত্র “শিব বিড়ি” কারখানা থেকে উদ্ধার হয়েছে ৮ কোটি টাকা। উদ্ধার হওয়া টাকার কোনো নথি তিনি দেখাতে পারেননি। তবে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের দাবি, উদ্ধার হওয়া টাকা বেআইনি নয়, খাতায়-কলমে সব ঠিক। তবে তিনি পরে আইনি সাহায্য নেবেন বলে, সূত্রের খবর।

সম্প্রতি রাইস মিল, তেল ও বিড়ি কারখানার খতিয়ান চেয়ে আয়কর দফতর থেকে একটি চিঠি দেয়। তারপরে হঠাৎই হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা।  এই প্রসঙ্গে জাকির হোসেন বলেন, “এখানে তল্লাশি চালানো হয়েছিল।  আমরা সহযোগিতা করেছি। কারণ আমরা সব সময় ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আমার কর দেওয়ার ক্ষেত্রে কোনও ত্রুটি নেই।”

আরও পড়ুন: মানিক ঘনিষ্ঠ তাপসকে ফের তলব করল সিবিআই

এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, তৃণমূলের মন্ত্রী-বিধায়ক বা ঘনিষ্ঠ সবার বাড়ি থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তাঁর মতে, আইন মেনে চললে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। এই প্রসঙ্গে বাম নেতা শমীক লাহিড়ী বলেন, দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে এ রাজ্য থেকে তাড়াতে হবে। এই প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সির হানার বিষয়টি একটি স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে।’


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *