নিউজ ডেস্ক: বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমোকে হুঁশিয়ারি দিয়েছেন তাণরই দলের বিধায়ক। ইসলাম পুরের তৃণমূল বিধায়ক করিম চৌধূরী বলেন, জেলা সভাপতি এবং ব্লক সভাপতির বিরুদ্ধে ২ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এবং তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই নির্দল হয়ে লড়াই করবেন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী এদিন নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসাবেও আখ্যা দিয়েছেন। আব্দুল করিমের এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূলের একাংশ মনে করছে, আব্দুল করিম একজন বিধায়ক। তাঁর এই মন্তব্য প্রত্যাশিত নয়।
আব্দুল করিমের অভিযোগ, ‘‘জেলা সভাপতি কানহাইয়া আগরওয়াল নিজের লোক জাকির হোসেনকে ব্লক সভাপতি রেখেছে সন্ত্রাস করার জন্য। খুনখারাপি করছে। আইসি কিছু করতে পারছে না। প্রশাসন বলছে, আপনারা নিজেদের মধ্যে লড়াই করবেন আমরা কী ব্যবস্থা নেব? মমতাদি চুপচাপ বসে আছেন কেন? এটা করিম চৌধুরীর এলাকা বলে? আপনি আমাকে শেষ করে দিন। আমার কোনও কথা শুনতেই চান না আপনি। আমার ভাল লাগছে না মমতাদি। এটা ডাইরেক্ট আপনাকে বলছি প্রেসের মাধ্যমে। এটা বন্ধ করুন। এটা ঠিক নয়। সারা পশ্চিমবাংলায় আপনার দলের বিরুদ্ধে ঘৃণা চলে আসবে। আপনি সন্ত্রাসবাদী লোকগুলিকে রেখেছেন। প্লিজ স্টপ ইট।’’
Leave a Reply