নিউজ ডেস্ক: আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়েছে। কিন্তু সিপিএম চুরি করেছে সাইন্টিফিক্যালি। বাম আমলের দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর মন্তব্যের পরেই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। নিন্দায় সরব হয়েছেন বাম নেতা-কর্মী থেকে সমর্থকরাও।
রাজ্যজুড়ে এখন চর্চায় নিয়োগ দুর্নীতি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী-সহ একাধিক আধিকারিক। এই পরিস্থিতিতে বামআমলের দুর্নীতি বারবার প্রকাশ্যে আনার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। তাঁদের কথায়, দুর্নীতিকে তারা সমর্থন করেন না তবে এমনটা বাম আমলেও হয়েছে। একাধিক নথি প্রকাশ্যে এনেছেন তাঁরা। উত্তর ২৪ পরগনার খড়দহের সভা থেকে আরও একবার সেটাই দাবি করলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, “আমাদের লোকগুলো হাত পেতে টাকা নিয়েছে। দুর্নীতি বামেরাও করেছে। চাকরি ওরাও দিয়েছে। তবে সেটা খুব সাইন্টিফিক্যালি। কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের লোক নিয়েছে। তার বদলে মাসে মাসে পার্টি অফিসে কমিশন নিত। ওরা টেকনিক্যাল চোর।”
শোভনদেবের এই মন্তব্যের পরেই কার্যত বিরোধীদের দাবিতে শীলমোহর পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। এতদিন ধরে বিজেপি সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলি রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে হাত পেতে টাকা নেওয়ার অভিযোগ করছিল। আর এদিন শোভনদেব চট্টোপাধ্যায় কার্যত স্বীকারই করে নিলেন দলের কর্মীরা টাকা নিয়েছে।
Leave a Reply