নিউজ ডেস্ক: এবার তাপসের নিশানায় সুদীপ। মঙ্গলবার নিজের বাড়িতেই সাংবাদিকদের ডেকে লোকসভার দলনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধানসভায় দলের মুখ্য সচেতক। তাঁর সন্দেহ, ভিতরে ভিতরে বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রাখছেন সুদীপ। তারপরেই দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, দলের উচিত যাঁরা দীর্ঘ দিন ধরে দলের কাছে আনুগত্য দেখিয়েছেন, তাঁদের প্রতি আস্থা রাখা।
সম্প্রতি দলীয় লাইনের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, দলের ২৫ শতাংশ পুরনো নেতাদের রেখে ৭৫ শতাংশ নতুন নেতাদের দায়িত্ব দেওয়া হোক। এই নিয়ে দল যখন অস্বস্তিতে ঠিক তখনই বিড়ম্বনা আরও বাড়ালেন তাপস রায়।
ঘটনার সূত্রপাত, উত্তর কলকাতার বিজেপি সভাপতির বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে। তমোঘ্ন ঘোষ ও তাঁর বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সুদীপের। সেই তমোঘ্ন ঘোষের বাড়িতেই এবার আমন্ত্রিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কল্যাণ চৌবে। সুদীপ-শুভেন্দু-কল্যাণের মধ্যে কোনও বৈঠক হয়েছে কিনা তা নিয়েও এদিন সন্দেহ প্রকাশ করেন তাপস রায়।
আরও পড়ুন: দিল্লি নিয়ে যাওয়া যাবে না সায়গলকে, জানাল কলকাতা হাইকোর্ট
এদিন তিনি বলেন, দলে এমন অনেক লোক রয়েছেন যাঁরা দলনেত্রীকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। সঙ্গে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। এর পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে!