নিউজ ডেস্ক: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। প্রত্যেক বারের মতো এবারও পঞ্চায়েত দখল করবে তৃণমূল। সম্প্রতি এক জনসভায় এমনই বলেন শাসক দলের স্থানীয বিধায়ক অপূর্ব চৌধুরী। তাঁর এই বক্তব্যের পরেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের আশঙ্কা, পঞ্চায়েত নির্বাচনে আবারও ঝড়বে রক্ত, লুট হবে ভোট।
প্রকাশ্য জনসভায় তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি। কর্মিসভায় উপস্থিত কর্মী সমর্থকদের ভালো করে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে তিনি বলেন, এক গ্রামে একজনই প্রার্থী হবে। যে যোগ্য সেই প্রার্থী হবে। এরপরেই সংবাদ মাধ্যমের সামনে কর্মীদের মুখ না খোলার নির্দেশ দিয়েছেন তিনি।
বিধায়ক অপূর্ব চৌধুরির এই বক্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, নিরপেক্ষ এবং সন্ত্রাসহীন ভোট হলে মানুষ তৃণমূলকে ভোট দেবে না। সেটা বুঝতে পেরেই দলীয় কর্মীদের সন্ত্রাসের আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন: মাটি-জঙ্গল-স্বাধীনতা, স্মরণে ধরতি আবা বিরসা
এতদিন মঙ্গলকোর্ট দেখতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে। বর্তমানে তিনি আলিপুর সংশোধনাগারে বন্দি রয়েছেন। সেই কারণে মঙ্গলকোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। কিন্তু মঙ্গলকেটে এখনো অনুব্রতর অনুগামীরা সক্রিয়। ফলে শাসক দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দলের চোরা স্রোত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply