নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস জাতীয় মুখপাত্র গ্রেফতার নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। মাঝরাতে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে নামতেই গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হন সাকেত গোখেল। মঙ্গলবার সকালে একটি টুইটে এই কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন সকালে পরপর তিনটি টুইট করেন ডেরেক। কী ঘটেছিল, সেই নিয়ে একটি ব্যাখ্যা টুইট করে জানিয়েছেন ডেরেক।
কেন গ্রেফতার হলেন সাকেত গোখেল?
সাকেতকে গ্রেফতার প্রসঙ্গে ডেরেক লেখেন,”গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়া নিয়ে টুইট করেছিলেন সাকেত। সেই টুইট নিয়েই আমদাবাদের সাইবার সেলে দু’টি অভিযোগ দায়ের করা হয়। সাকেত গোখলের মোরবি সেতু বিপর্যয় নিয়ে করা একটি টুইটকে ঘিরে ভুয়ো মামলা সাজিয়েছে গুজরাট পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এইভাবে তৃণমূল এবং বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা যাবে না।” কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন ডেরেক।
কীভাবে সাকেতকে গ্রেফতার করে গুজরাট পুলিশ?
ডেরেকের দাবি, সোমবার রাতে রাজধানী নয়া দিল্লি থেকে জয়পুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন সাকেত গোখলে। রাত ন’টার বিমান ধরেছিলেন তিনি। গুজরাট পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল রাজস্থানে। কেবলমাত্র মাকে ফোন করার জন্য সামান্য সময় পান গোখলে। এরপরই তাঁকে আহমেদাবাদে নিয়ে যায় পুলিশ। তাঁর ফোনটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন।
৩১ অক্টোবর গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয় ঘটে। মৃত্যু হয় প্রায় ১৫০ জনের। ওই ঘটনায় মোদি সরকারের গাফিলতি এমনকি দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন বিরোধীরা। সেই সময়কার একটি টুইট নিয়ে সাকেতের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটাই অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি। যদিও ডেরেকের এই টুইটের পর বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
Leave a Reply