পার্থ কাণ্ডে বিস্ফোরক সৌগত, এমন দুর্নীতি দেশে হয়নি

নিউজ ডেস্ক: ‘লজ্জা, বিড়ম্বনা, টাকার পাহাড় নিয়ে লোককে কী জবাব দেব’  বলে পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন সৌগত রায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে লালু এবং সুখরামের প্রসঙ্গ টেনে আনেন তিনি।

সম্প্রতি তৃণমূলের প্রবীণ সাংসদ বলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ অনেক দিন জেলে ছিলেন। কিন্তু তাঁর কাছ থেকে এতো নোট উদ্ধার হয়নি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের কাছ থেকে দুই-চার কোটি উদ্ধার হতে দেখা গেছে। কিন্তু এইভাবে তো কোথাও দেখা যায়নি।

এসএসসি কাণ্ডে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৫০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করে ইডি। ৫ কোটি টাকার বেশি মূল্যের সোনা ও বিদেশি মুদ্রাও উদ্ধার হয়। এছাড়াও বহু কোটির স্থাবর সম্পত্তি ও অনেক ভুয়ো সংস্থার হদিস পায় ইডি।

সৌগত বলেন, ‘‘৫০ কোটি টাকা! টাকার ছবি না দেখলে তো বিশ্বাস করতে পারতাম না। দেখলাম তো ছবি। এই যে টাকার পাহাড়টা দেখা গিয়েছে, এটা দেখার পরে লোকের কাছে কী জবাব দেব আমরা? এই বিড়ম্বনা, এই লজ্জা তো আমাদের আছে।’’ 

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশ থেকে রক্ষা পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক

নিজের দলের বিরুদ্ধে সৌগত যে এই প্রথমবার মুখ খুললেন এমন নয়। এর আগেও বিভিন্ন ইস্যুতে মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। তবে সৌগত যাদের নাম নিয়ে পার্থকে আক্রমণ করেছেন তাঁদের মধ্যে একজন লালুপ্রসাদ যাদব। তিনি পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন। দ্বিতীয় জন সুখরাম শর্মা। তিনি ছিলেন কেন্দ্রীয় টেলিমক মন্ত্রী। টেলিকম ক্ষেত্রে দুর্নীতি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একাধিক মামলায় অভিযুক্ত হন। তাঁর বাড়ি থেকে কয়েক কোটি নগদ টাকা উদ্ধার হয়েছিল। দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার জেরে সেই সময় কংগ্রেস তাঁকে বহিষ্কার করে।  পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যেই দল তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেয়।