উত্তপ্ত কেশপুর, বোমার আঘাতে হাত উড়ল তৃণমূল কর্মীর

নিউজ ডেস্ক :  পঞ্চায়েত ভোটের আগেই অশান্ত কেশপুরের চরকা গ্রাম। বুধবার তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে একদল দুষ্কৃতি। আর তাতেই তৃণমূলের এক কর্মীর হাত উড়ে যায়। আহত ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

কিছুদিন আগেই কেশপুরের বিধায়ক শিউলি সাহা প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন্দল কথা বলেছিলেন। শিউলি সাহার সেই বক্তব্যের রেশ টেনেই বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস অভিযোগ করেন, “টাকা নিয়ে পদ পাওয়া তৃণমূলের সংস্কৃতি। আর তাতেই যত বিপত্তি। এখানেও এক শিবির মিছিলে যাওয়ার প্রস্তুতি নিলেও অন্য শিবির তাতে রাজি নয়। তার জেরেই বোমাবাজি।”

আরও পড়ুন: কালীঘাটে তুলকালাম, চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

অন্যদিকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির অভিযোগ, দলের কর্মীরা যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতী যে দলেরই হোক তাকে রেয়াত করা হবে না। এই ঘটনায় বিজেপি ও সিপিএমের উস্কানি রয়েছে বলেও দাবি করেছেন অজিত মাইতি। তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি ও সিপিএম।