নিউজ ডেস্ক : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভা গান্ধি মূর্তির পাদদেশে। সকাল থেকেই মেয়ো রোডে টিএমসিপি সমর্থকদের জমায়েত। রাজ্যে যখন ইডি-সিবিআইয়ের তৎপরতায় নাজেহাল তৃণমূল, সেই পরিস্থিতিতে টিএমসিপির সমাবেশে শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রবিবার তাই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়নি। দিনটি যে যার মত করে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। সংগঠনের সদস্য- সদস্যাদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, লড়াই চালিয়ে যাওয়ার। এদিন উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন দলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন, ছাত্র সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই পরিবারে। সদস্যদের প্রতি তাঁর বার্তা, দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করার। তিনি আরও বলেন, প্রত্যেক সদস্যই ‘গর্ব’। বার্তা দেন, হাল না ছাড়ার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ট্যুইটারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। লেখেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সদস্যদের লড়াই প্রশংসনীয়।
Leave a Reply