ইউ এন লাইভ নিউজ: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকলেও মোটের ওপর বৃষ্টিহীন গোটা দক্ষিণবঙ্গই। ১২ জুন কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। তবে এবার স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে ভিজবে না মহানগর কলকাতা।
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ইত্যাদির মতো রাঢ়বঙ্গের জেলারও অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতে হতে পারে বৃষ্টি।
তবে শুক্রে কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে কলকাতায় বৃষ্টি হতে পারে।
আগামী ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত টানা ৩-৪ দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে। আজ বিকেলের পর থেকে অস্বস্তি আরও কিছুটা কমবে। শনিবার থেকে আরও তাপমাত্রা কমে উধাও হবে তাপপ্রবাহ।
আজ ১৪ তারিখেও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী, এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
Leave a Reply