নিউজ ডেস্ক-উত্তরে বাড়বে তাপমাত্রা। দক্ষিণে আজ ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে পাঁচ ডিগ্রী তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ৬ জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
কলকাতায়
মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা শহরে ছিল ২৭.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। শহরে বৃষ্টিপাত ৪২মিমি।
দক্ষিণবঙ্গের
দীঘার ওপরে মৌসুমী অক্ষরেখা। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আজ। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আপাতত বাড়বে তাপমাত্রা। উত্তরের উপরের দিকের জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বেশি থাকবে।
গতি প্রকৃতি
নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ ও রাজস্থানে অবস্থান করছে। শক্তি হারিয়ে এটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে আরো একটু এগিয়ে রাজস্থানে দিকে যাবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে সিদ্ধি ডালটনগঞ্জ দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ভিন রাজ্যে
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এছাড়া ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থানে এছাড়াও ভারী বৃষ্টি হবে গুজরাট ঘাট পর্বতমালা এলাকা মধ্য মহারাষ্ট্র ওড়িশা হিমাচল প্রদেশ এবং আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে রয়েছে তামিলনাডু পন্ডিচেরি করাইকাল এবং কেরল ও মাহে।
Leave a Reply