নিউজ ডেস্ক: ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ। আগামী তিন বছরে দেখা যাবে না এমন চন্দ্রগ্রহণ, দাবি ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের। আবার একইসঙ্গে রাসপূর্ণিমা (মঙ্গলবার, ৮ নভেম্বর)। পাশাপাশি, এই গ্রহণের অন্যতম বিষেশত্ব হল, `লাল রঙের চাঁদ’। ভূ-বিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, মূলত দেশের পূর্ব প্রান্তের শহরগুলিতে মঙ্গলবার পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রান্তে দেখা যাবে চন্দ্রগ্রহণ। চাঁদের পরবর্তী পূর্ণগ্রহণ ২০২৫ সালের ১৪ মার্চ।
কেন লাল চাঁদ?
নাসা বলছে, `আমব্রা’ বা পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে এই লাল রং তৈরি হয়। তাই তা পৃথিবীপৃষ্ঠ থেকে লাল রঙের দেখায়। ঠিক একই কারণে সকালে আকাশের রঙ নীল দেখায় এবং সূর্যাস্তের সময়ও ঠিক একই কারণে আকাশের একাংশ লালচে দেখায়।
নাসা জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণেই এই রঙের খেলা চোখে পড়ে পৃথিবীবাসীর।
কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ?
ভূ-বিজ্ঞান মন্ত্রক জানাচ্ছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ লাগবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হতে পারে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হলেও তারপর কিছু সময় ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, পূর্ণগ্রাস গ্রহণ সম্পূর্ণ তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। চলবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টা ১৯ মিনিট অবধি দেখা যাবে চাঁদের আংশিক গ্রহণ।
কলকাতায় কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ?
কলকাতায় মঙ্গলবার চন্দ্রোদয়ের সম্ভাব্য সময় বিকেল ৪টে ৫২ মিনিটে। যদি সেই সময় চন্দ্রোদয় হয় তবে, ১৮ থেকে ১৯ মিনিট কলকাতার আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
দেশের কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?
কলকাতা, গুয়াহাটি, আগরতলা,কোহিমা, অর্থাৎ দেশের পূর্ব প্রান্তের শহরগুলিতে মঙ্গলবার পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। কিন্তু দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরে চাঁদ উঠতে উঠতে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে যাবে। ফলে ওই সমস্ত এলাকা থেকে শুধুমাত্র চাঁদের আংশিক গ্রহণই দেখতে পাবেন ভারতবাসী।
বিশ্বের কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?
ভারত ছাড়াও ঢাকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।