Vande Metro

Vande Metro: বন্দে মেট্রো এবার চলবে হাওড়া থেকে, ট্রেনে থাকবে ১২টি কোচ

ইউ এন লাইভ নিউজ: নির্বাচন মিটলেই ভারতীয় রেল ট্র্যাকে ছুটবে বন্দে মেট্রো! ইএমইউ লোকাল ট্রেনের পরিবর্ত হিসেবেই সেমি বুলেটের নয়া সংস্করণকে ট্র্যাকে আনবে রেল। এখনও পর্যন্ত যা খবর, ১২ কোচের হবে বন্দে মেট্রো। প্রয়োজনে ১৬ কোচেও এই ট্রেন চালানো সম্ভব। যদিও সবটাই ভিড়ের উপর নির্ভর করছে। এই বিষয়টিকে মাথায় রেখে জোরকদমে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে রেল।

দেশজুড়ে রেল পরিষেবায় গতি আনতে চায় মোদি সরকার। আর সেই লক্ষ্যেই বুলেট ট্রেন থেকে শুরু করে ইলেকট্রিফিকেশনের কাজ চালাচ্ছে রেল। তৃতীয়বারের জন্য কেন্দ্রে মোদি সরকার আসার দুমাসের মধ্যেই একাধিক দূরত্বে বন্দে ভারতের উদ্বোধন হতে পারে বলে খবর। এমনকি বন্দে স্লিপারের উদ্বোধনও হওয়ার কথা রয়েছে। এখানেই শেষ নয়, দুমাসের মধ্যে স্বল্প দূরত্বের বন্দে মেট্রো ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্র সরকারের।

সূত্রের খবর, দেশের ১২৪ টি শহরে বন্দে ভারতের এই সংস্করণ চালানো হবে। রেল বোর্ডের এহেন প্রাথমিক তালিকায় রয়েছে কলকাতা এবং হাওড়া শহরের নামও। তবে ঠিক কোন রুটে ছুটবে বন্দে মেট্রো তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, ভগলপুর থেকে হাওড়া পর্যন্ত বন্দে মেট্রো চলতে পারে। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফলে রুট নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে।