Toy Train

North Bengal News: ধসের কারণে বন্ধ টয় ট্রেন পরিষেবা, পর্যটকদের মাথায় হাত

ইউ এন লাইভ নিউজ: পুজোর মুখে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বেশ কয়েকটি স্থানে ধস ও নেমেছে। পুজোর সময় থেকে পুরো শীতকাল উত্তরববঙ্গে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু পর্যটকদের দুঃখের খবর জানাল টয় দেন পরিষেবা। ধসের কারণ্যে এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। পুজোর সময় পাহাড়ের যাওয়ার প্ল্যান থাকে অনেকের। আর পাহাড়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেন। সাদা ধোঁয়া উড়িয়ে ট্রেন চলে পাহাড়ি পথে। কোথাও পাশে চা-বাগান, কোথাও ছোট্ট স্টেশন। ট্রেন চলে দোকান-বাজার, বাড়ির বারান্দা ঘেঁষে। টয় ট্রেন ভ্রমণের পাশাপাশি এই দৃশ্য উপভোগ করার আনন্দও কম নয়। ফলে এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের আনন্দে সামান্য ভাটা পড়তে পারে।

গত কয়েক বছরে এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা চালিয়ে নিজেদেরই রেকর্ড ভেঙেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। টয় ট্রেনের টিকিটের জন্যও ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়েছিল রেলকে। কিন্তু এ বছর সেক্ষেত্রে কিছুটা রাশ টানতে বাধ্য হচ্ছে রেল। বৃহস্পতিবারও দার্জিলিঙের বেশ কয়েক জায়গায় ধস নামে। এর ফলে দার্জিলিং-ঘুম জয় রাইডও বন্ধ রাখা হয়। শুক্রবার বিকেল থেকে তা ফের চালু হতে পারে বলেই জানা গিয়েছে। তবে ১৫ অক্টোবর পর্যন্ত শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর প্রিয়াংশু জানান, পুজোর আগে এই রুটে টয় ট্রেন পরিষেবা শুরু করা যাবে না।

পুজোর আগে উত্তরবঙ্গে ধস নামার কারণে চিন্তা বাড়ছে পর্যটন মহলে। হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘টয় ট্রেনের আকর্ষণে দার্জিলিঙে আসেন বহু পর্যটক। স্বাবাবিকভাবেই এই সিদ্ধান্তে পর্যটকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।’ টানা বৃষ্টির জেরে অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। জায়গায় জায়গায় নামছে ধস। এই অবস্থায় সান্দাকফু ট্রেকিং রুটও অস্থায়ীভাবে বন্ধ ছিল। শুক্রবার অবশ্য তা খুলে দেওয়া হয়েছে। তবে পর্যটকদের ট্রেকিংয়ের সময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।