এভারগ্রিন ‘সুব্রত মুখোপাধ্যায়’-এর মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধাঞ্জলি মমতার

নিউজ ডেস্ক : ৪ ঠা নভেম্বর, ২০২১। আলোর উৎসবের রাতে আচমকাই রাজনৈতিক মহলের আলো ম্লান হয়ে যায়। রাজনৈতিক মহীরুহের পতন ঘটে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নামে রাজনীতির আঙিনায়। দেখতে দেখতে পার হয়ে গেছে একটা বছর। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শ্রদ্ধা অনুষ্ঠানের। সেখানে তাঁর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের তথ্য অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায়, সমবায় মন্ত্রী অরূপ রায়। সদা হাস্যমুখ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে রাজনৈতিক মহলের নেতা-কর্মীদের পাশাপাশি অন্ধকার নেমেছে তাঁর নিকটাত্মীয়, পরিজন, বন্ধুদের মধ্যেও। গত একবছর ধরে অভিভাবকশূন্য হয়ে পড়ে রয়েছে তাঁর প্রিয় ক্লাব একডালিয়া এভারগ্রিন। চোখের জল লুকোচ্ছে ক্লাবের সদস্যরাও।

আরও পড়ুন : ISRO: তেরো বছরের মহাকাশের চাকরিতে ইতি, ভারত মহাসাগরেই চিরঘুমে ইসরোর রিস্যাট

একডালিয়ার মধ্যমণি সুব্রত মুখোপাধ্যায় কলেজে পড়ার সময় কংগ্রেসের ছাত্র সংগঠনের হাত ধরে রাজনৈতিক জীবনের সূচনা করেন। সত্তরের দশকে বাংলার ছাত্র রাজনীতিকে এক নতুন উচ্চতায় পৌঁছানোর নেপথ্যে ছিলেন তিনিও। খুব অল্প সময়েই তিনি ইন্দিরা গান্ধীর প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই মন্ত্রী হয়ে, বাংলার রাজনীতিতে সর্বকনিষ্ঠ মন্ত্রীর রেকর্ড তৈরি করেন তিনি। ২০০০ সালে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে, শুরু হয় তাঁর নতুন লড়াই। বাংলার রাজনীতির সবচেয়ে বর্ণময় চরিত্রদের মধ্যে অন্যতম সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় ডুবেছে সাধারণ মানুষ থেকে শুরু করে তাঁর রাজনৈতিক সতীর্থরা।

আরও পড়ুন : ডেঙ্গিতেই মৃত্যু খোদ বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপারের