নিউজ ডেস্ক: রবিবার সকালে নিজের ঘর থেকেই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়েছে। মৃত তৃণমূল নেতার নাম নদিয়া ধীবর। তিনি পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে মৃত তৃণমূল নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। নদিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রে খবর, নদিয়া প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন। এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতাও ছিলেন। প্রত্যেক দিনের মতোই এদিনও সকালে নদিয়া ধীবর তাঁর অফিস খোলেন। এরপর বাড়িও ফিরেছিলেন তিনি। তারপরেই তাঁর পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় দেখতে পান নদিয়াকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বনবহাল ফাঁড়ির পুলিশ।
জানা গেছে, নদিয়া বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তবে কী কারণে তিনি অবসাদে ভুগছিলেন তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ঠিক কী ঘটনা ঘটেছে আমি জানি না। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। আমাদের দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। একাধিক পদে সম্মানের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন। কী কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করব না। পুলিশ তদন্ত করবে।
আরও পড়ুন: টিটাগড় স্কুলে বিস্ফোরণের ঘটনাতেও এনআইএ তদন্তের দাবি বিজেপির
পুলিশ জানিয়েছে, নদিয়া ধীবরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।
Leave a Reply