ইউ এন লাইভ নিউজ: লোকসভা ভোটের আগে সব রাজনৈতিক দল নিজের নিজের মতো করে রাজ্যে প্রচার চালাচ্ছে। এরকমই এক সভায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা জানালো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, কার্যত হুঁশিয়ারির সুরে কোচবিহারের দলীয় কর্মীদের বার্তা দিয়ে এলেন তিনি। মঙ্গলবার অভিষেক বন্দোপাধ্যায় কোচবিহার যান এবং সেখানে রাসমেলা ময়দানে অবতরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে তিনি বৈঠক করেন জেলার শীর্ষ তৃণমূল নেতাদের নিয়ে। উপস্থিত ছিলেন কোচবিহারের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ, হীতেন বর্মণ, রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
সূত্রের দাবি, ওই বৈঠকেই অভিষেক দলের জেলা নেতাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেন। কোনওরকম কোন্দল হলে, তাতে যে আসলে দলকেই ভুগতে হবে, সেটাও স্পষ্ট করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই বৈঠকেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকেও বিশেষ বার্তা দেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, অভিষেক উদয়নকে জানিয়ে দিয়েছেন সাংগঠনিকভাবে সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে।
Leave a Reply