শালবনীতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি, যোগ দেবেন মমতা

নিউজ ডেস্ক: শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। তারপর চলে যাবেন শালবনী। অভিষেকের নেতৃত্বে যে নবজোয়ার কর্মসূচি চলছে, সেখানে এখনও পর্যন্ত একবারই সশরীরে হাজির হয়েছিলেন মমতা। যাত্রার দশম দিনে মালদহে এক মঞ্চে দেখা গিয়েছিল দু’জনকে। এর মধ্যে একবার ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির জমায়েতে বক্তৃতা দিয়েছেন তিনি। ৩১তম দিনে শালবনীতে ফের তাঁদের একসঙ্গে দেখা যাবে। হেলিকপ্টারেই মমতার এগরা যাওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার মতিগতি বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস। সামনের নির্বাচনগুলিতে এই অঞ্চলে নিজেদের সেই রাজনৈতিক জমি ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। এই প্রেক্ষিতে দলের দুই শীর্ষ নেতা-নেত্রীর সভা গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে কর্মী-সমর্থকদের নিশ্চিতভাবেই অক্সিজেন জোগাবে। প্রসঙ্গত, মালদহ থেকেই মমতা ঘোষণা করেছিলেন, তিনি মাঝে একবার এবং শেষে আরও একবার যোগ দেবেন নবজোয়ার যাত্রায়। তাই এই কর্মসূচির একেবারে শেষের দিকে ফের মুখ্যমন্ত্রীকে অভিষেকের সঙ্গে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আজ, শুক্রবার ঝাড়গ্রাম জেলায় পৌঁছবেন অভিষেক। পরের দিন তিনি জনসংযোগ সারবেন পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলায় পরপর তিন দিনের কর্মসূচি রয়েছে তাঁর।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *