Sayani and Rituparna

Lok Sabha Election 2024: ঋতুপর্ণা সেনগুপ্তের ইডি তলব নিয়ে মুখ খুললেন তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষ

ইউ এন লাইভ নিউজ: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব নিয়ে এবার মুখ খুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। এই মুহূর্তে বিদেশে রয়েছেন অভিনেত্রী। তিনি এক সংবাদ মাধ্যমকে এই প্রসঙ্গে জানিয়েছেন, রেশন দুর্নীতি নিয়ে তাঁর সঠিক ধারনা নেই। এই খবর পেলেও তাঁর বাড়িতে কোনও চিঠি আসেনি। তাঁর নতুন ছবি রিলিজ করতে চলেছে সামনেই। তার আগে এই খবর আসায় সম্মানহানি হয়েছে বলেও জানান অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে বলেও মন্তব্য ঋতুপর্ণার। ইডি ডাকলে হাজিরার বিষয়ে আইনি পরামর্শ নেবেন বলে জানান ঋতুপর্ণা।

অভিনেত্রীর এই ‘ষড়যন্ত্র’ মন্তব্যের প্রেক্ষিতে সায়নীকে বৃহস্পতিবার প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘চক্রান্ত হতেই পারে। কারণ ইডি কখন কী করে তা সবথেকে ভালো ওরা জানে। ঋতুদিকে এর আগেও অনেকবার ‘গ্রিল’ করা হয়েছে। কিন্তু, তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলেছেন। আমি আশা করব এবারেও তা হবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একাধিক বার ‘এজেন্সি রাজনীতি’ প্রসঙ্গে উঠে এসেছে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। এই প্রসঙ্গে তাঁর নাম সোনা গেছে রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে। তাঁদের দাবি ছিল, ইডি-সিবিআই-আয়করের মতো এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিলেন বিজেপি নেতারা।

সম্প্রতি অতীতে বিভিন্ন সময় টলি তারকারা কেন্দ্রীয় এজেন্সির তরফে ডাক পেয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেতা বনি সেনগুপ্ত, বিদায়ী সাংসদ তথা তারকা দেবকে গোরু পাচার মামলায়, আবাসন দুর্নীতি মামলায় নুসরত জাহানকে কেন্দ্রীয় এজেন্সি তলব করেছিল। ল্লেখ্য, রাজ্যে শেষ দফায় নির্বাচন যাদবপুর কেন্দ্রে। বৃহস্পতিবারই শেষ প্রচার। এদিন সোনারপুরে গিয়েছিলেন সায়নী ঘোষ। তিনি বলেন, ‘মানুষের যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি তাতে জয়ের ব্যাপারে আশাবাদী।’ আত্মবিশ্বাসী সায়নীর মন্তব্য, ‘আমি জিতে গেছি।’ সোনারপুরের বনহুগলীতে একটি জনসভায় যোগ দিয়ে একথা বলেন সায়নী। এদিন তাঁর সমর্থনে বক্তব্য রাখেন শত্রুঘ্ন সিনহা।