নিউজ ডেস্ক: দক্ষিণ কলকাতার হাজরায় তৃণমূল কংগ্রেস সমর্থক সরকারি কর্মচারিদের সংগঠনের জনসভা। ৩ জুন, শনিবার বিকেলে ওই সভায় বক্তব্য রাখবেন রাজ্যের ৬ মন্ত্রীর পাশাপাশি তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বকসিও। সভায় গত ১২ বছরে সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এবং সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন তার বিস্তারিত তথ্যও তুলে ধরা হবে।
এছাড়াও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাওনা আটকে রেখেছ। পাশাপাশি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ-ত্রিপুরায় সরকারি কর্মীদের কী কী বঞ্চনা করা হয় তাও তুলে ধরা হবে। সভায় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মন্ত্রী ডাঃ মানস ভুইঞা ছাড়াও বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, ডাঃ শশী পাঁজা ছাড়াও দুই সাংসদ সুব্রত বকসি ও মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার প্রমুখ।
৬ মে হাজরা মোড়ে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা আবদুল মান্নান একমঞ্চে হাজির হয়ে বিরোধীদের অনৈতিক জোটের ছবি তুলে ধরেছিলেন। আন্দোলনের নামে বিরোধী সরকারি কর্মচারীরারা যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসবাসের এলাকাকে তাঁদের আন্দোলন, সভা, মিছিলের ‘লক্ষ্য’ হিসাবে বেছে নিয়েছেন তার বিরুদ্ধেও তৃণমূলের সভায় বক্তারা সরব হবেন বলে খবর
Leave a Reply