নিউজ ডেস্ক: ত্রিপুরার ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪টে পর্যন্ত।
ত্রিপুরার আগরতলা, বড়দোয়ালি, রামনগর, মান্দাই, আমবাসা, বনমালীপুর, ধনপুরের মতো একাধিক হাইভোল্টেজ আসনে ভোট গ্রহণ চলছে। ত্রিপুরায় মোট ৩ হাজার ৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ যার মধ্যে ১১০০ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টিকে অতি স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ অশান্তি এড়াতে রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ৩১ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ২৫ হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে৷
দ্বিতীয় বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি বাম-কংগ্রেস জোটের উপরে আস্থা রাখবেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ? নাকি সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে প্রদ্যোৎ মাণিক্যর তিপরামোথা? আজ এই সিদ্ধান্তই নেবেন ২৮ লক্ষ ভোটার৷ যদিও এই সব প্রশ্নের জবাব মিলবে আগামী ২ মার্চ৷
Leave a Reply