চুঁচুড়াকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ তৃণমূল বিধায়কের

নিউজ ডেস্ক: বিজেপির নেতৃত্ত্বে লাগাতার মিথ্যাচার- কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানিয়েছেন, একসময় চুঁচুড়া বিধানসভার বেশ কিছু এলাকায় দিনরাত বোমা-গুলির আওয়াজ শোনা যেত। গত ২০১১ সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর প্রশাসনিক উদ্যোগে সেসব বন্ধ হয়েছে। শান্তি ফিরেছে, সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। 

সম্প্রতি বিজেপির উদ্যোগে আবার শহরকে অশান্ত করে তোলার চক্রান্ত চলছে। প্রতিবাদ না করে কংগ্রেস এবং সিপিএম বিজেপির সুরে সুর মেলাচ্ছে। এরা প্রতিনিয়ত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করে চলেছে। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রতিহিংসা পরায়ন কথাবার্তা বলছেন। এমনকি বিচারাধীন বিষয় নিয়েও মন্তব্য করতে ছাড়ছেন না বিজেপি নেতারা। 

তিনি আরও বলেন, বিজেপি একটা উৎসৃঙ্খল দল। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি শহরে ১৩ টি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল নিয়েছে। অথচ সিপিএমের আমলে নানা অত্যাচার সহ্য করার পরেও ক্ষমতায় এসে সিপিএমের একটাও দলীয় কার্যালয় দখল নেওয়ার চেষ্ঠা করেনি তৃণমূল। এখনও কর্মী সভায় একাধিকবার শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃত ভাবে তাঁকে আক্রমণ করে নানা রকম কুরুচিকর কথা বলছে। এভাবে কুরুচিকর মন্তব্য করে সমাজকে বিষিয়ে তুলতে চাইছে বিজেপি।

 বিধায়ক বলেছেন, তাঁর মতে, উত্তেজনাপূর্ণ বক্তব্য, ব্যক্তি আক্রমণ, চোর সম্মধন করা এগুলো আর সাধারণ মানুষ মেনে নেবে না। প্রতিবাদ করবে। প্রয়োজন হলে প্রতিরোধ করবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *