মঙ্গলবার খন্ডগ্রাস সূর্যগ্রহণ,আবার দেখা যাবে ২০২৭ সালে

নিউজ ডেস্ক : ২০২২ সালের শেষ সূর্যগ্রহণ ২৫ অক্টোবর। অন্ধকারের ছায়া পড়তে চলেছে পৃথিবীতে। সূর্যকে আংশিক ‘গ্রাস’ করবে চাঁদ। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, এই দৃশ্য ভারত সহ ইউরোপ, এশিয়া, আফ্রিকার বেশ কিছু জায়গা থেকে দেখা যাবে। সূর্যের মাত্র ৪ শতাংশ আড়াল করতে পারবে চাঁদ।

সূর্যগ্রহণ শুরু ২৫ অক্টোবর, বিকেল ৪.২৮ মিনিটে। আর সূর্যগ্রহণের শেষ বিকাল ৫.৩০ মিনিটে। খন্ডগ্রাসের জন্য মোট সময় লাগবে ১ ঘণ্টা, ১৩ মিনিট। আগেকার দিনের মানুষরা গ্রহণকে কোনও অশুভ সংকেত মনে করতেন।হিন্দু ধর্মে সূর্যকে দেবতা থাকে। আর সেই দেবতাকেই কোনও খারাপ শক্তি ঢেকে দিচ্ছে বা গিলে নিচ্ছে এমনটাই ধারণা ছিল মানুষদের। সেখান থেকেই সূর্যগ্রহণ কে ঘিরে আজ অবধি মানা হয়ে থাকে কিছু নিয়ম। সূর্যগ্রহণের কারণে ধর্মীয় ও শুভকাজ নিষিদ্ধ থাকে। আবার অনেকে মনে করেন এর প্রভাব বিভিন্ন রাশির ওপর ও পড়ে।

কী কী নিয়ম মানা হয়ে থাকে :

১) অন্তঃসত্ত্বাদের এই সময় বাইরে বেরোতে নেই? কিন্তু এর পিছনের কারণ কি?
এমন কথা বাড়ির বয়স্ক মানুষদের মুখে শোনা যায়।এই বিষয় সঠিক কোনও কারণ এখন উঠে আসেনি।আসলে প্রাচীনকাল থেকেই সূর্যগ্রহণ নিয়ে এক ধরনের ভয় কাজ করত। সেই কারণেই এমন ভুল ধারণা বহন করছে মানুষ। তবে এমন কোনও দাবি করেনি বিজ্ঞান।

২) গ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নেই,কেন ?
বিজ্ঞানীদের মতে, গ্রহণের সময় বেরিয়ে আসা রশ্মি এসে পড়ে চোখের উপর,তাতে চলে যেতে পারে দৃষ্টিশক্তি।

৩) গ্রহণের সময়ে খাবার খেতে নেই? খেলে কী হয়?
আগেকার মানুষরা যখন বুঝতে পারত না গ্রহণ বিষয়টি কী, তখন থেকে এ ধরনের কুসংস্কারের সৃষ্টি। সূর্যদেব কে ঘিরে নিয়েছে কালো শক্তি, এই সময়ে মানুষ কী করে খাবার খাবে।এই ধারণা থেকেই এই প্রথা চালু হয়। তবে মানুষ যাই ভাবুক, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। গ্রহণের সঙ্গে খাবারের নষ্ট বা না খাওয়ার কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন : দীপাবলিতে নিয়ন্ত্রণে বায়ুদূষণ, রেকর্ড কলকাতায়, চার বছরে সবচেয়ে কম দিল্লিতে

কোন শহরে কতক্ষণ চলবে গ্রহণ:

  • নয়াদিল্লি: বিকেল ৪.২৮ থেকে ৫.৪২
  • মুম্বাই: বিকেল ৪.৪৯ থেকে ৬.০৯
  • হায়দরাবাদ: বিকেল ৪.৫৮ থেকে ৫.৪৮
  • বেঙ্গালুরু: বিকেল ৫.১২ থেকে ৫.৫৬
  • চেন্নাই: বিকেল ৫.১৩ থেকে ৫.৪৫
  • কলকাতা: বিকেল ৪.৫১ থেকে ৫.০৪ (কলকাতায় অবশ্য দেখা যাবে মাত্র ১২ মিনিটি)
  • ভোপাল: বিকেল ৪.৪২ থেকে ৫.৪৭
  • চণ্ডীগড়: বিকেল ৪.২৩ থেকে ৫.৪১

দুপুরের পর গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এটা স্পষ্ট দেখা যাবে গোধূলি লগ্নে। গ্রহণ দেখার জন্য উত্তেজিত মানুষ। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ অগস্ট।

আরও পড়ুন : ফের উর্ফির অদ্ভুত পোশাকে নেট দুনিয়ায় নিন্দের ঝড়, মুখ খুললেন অভিনেত্রী